নোয়াখালীর আঞ্চলিক গানের জনক অধ্যাপক হাসেম মারা গেছেন





অধ্যাপক মো. হাসেমনোয়াখালীর আঞ্চলিক গানের জনক বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী অধ্যাপক মো. হাসেম (৭৪) মারা গেছেন। তিনি সোমবার (২৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।



পারিবারিক সূত্র জানায়, মো. হাসেমের ব্রেইন স্ট্রোক হয়েছিল। তার ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে। তিনি সংকটাপন্ন অবস্থায় ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার রাত ১০টায় জেলা ঈদগাঁ মাঠে জানাজা শেষে মাইজদী কোর্ট মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন কন্যা রেখে গেছেন।
মো. হাসেম একাধারে নোয়াখালীর আঞ্চলিক গানের গীতিকার, সুরকার, শিল্পী ও গবেষক ছিলেন। তিনি সংগীত মহাবিদ্যালয়ের লোকসংগীতের শিক্ষক ছিলেন। নোয়াখালী সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি কলেজ ও কবিরহাট সরকারি কলেজসহ বিভিন্ন কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। অধ্যাপক হাসেম নোয়াখালীর নিজস্ব সংস্কৃতি, লোকজ বিভিন্ন আচার, মুক্তিযুদ্ধের পক্ষে অজস্র গান রচনা করেছেন।