করোনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় যুবক গ্রেফতার

অভিযুক্ত শ্রাবণকরোনাভাইরাস নিয়ে বিভ্রান্তিকর ফেসবুক পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শ্রাবণের (২৪) বিরুদ্ধে সরাইল থানায় মামলা হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে সরাইল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খলিলুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শ্রাবণ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের আশিকুর রহমানের ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে।

পুলিশের জানায়, শ্রাবণ মানসিকভাবে অসুস্থ। এক ভিডিও বার্তায় সে বাংলাদেশকে করোনাভাইরাস থেকে মুক্ত করার বিনিময়ে ২৫ হাজার কোটি টাকা ও বিশ্বকে মুক্ত করার জন্য এক লাখ কোটি টাকা দাবি করে। এটিকে ‘ডিল’ উল্লেখ করে যোগাযোগ করার জন্য নিজের মুঠোফোন নম্বরও দেয় সে। এই ভিডিও ভাইরাল হলে অনেকেই তাকে গ্রেফতারের দাবি জানায়।

শুক্রবার রাতে শ্রাবণের নিজ বাড়িতে অভিযান চালিয়ে সরাইল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ভাইরাল হওয়া ভিডিওতে নিজেকে বিজ্ঞান বিভাগের ছাত্র উল্লেখ করে শ্রাবণ বলে, ‘কীভাবে বাংলাদেশকে করোনাভাইরাস থেকে মুক্ত করা যাবে সেই থিওরি আমি আমার গবেষণায় পেয়েছি। শুধু বাংলাদেশই নয়, গোটা বিশ্বকে করোনাভাইরাস মুক্ত করতে পারবো।’

ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মাসুদ রানা বলেন, ‘গ্রেফতারের পরও ভিডিও বার্তায় বলা কথাগুলোই সে বলেছে। কে বা কারা এই ভিডিও করেছে এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’