কুমিল্লায় আটকে পড়া ৬৫ শ্রমিকের দায়িত্ব নিলো জেলা প্রশাসন

শ্রমিকদের হাতে খাবার প্যাকেট তুলে দিচ্ছেন ডিসিকরোনার প্রার্দুভাব রোধে সারাদেশে যান চলাচল বন্ধ থাকায় কুমিল্লায় আটকা পড়েছে উত্তরবঙ্গ থেকে আসা ৬৫ জন দিনমজুর। আটকে পড়া এসব শ্রমিকদের দায়িত্ব নিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) আবুল ফজল মীর।

শুক্রবার (২৮ মার্চ) বিকালে ৬৫ দিনমজুর এলাকায় যেতে না পেরে  এবং কাজ না থাকায় কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর স্কুল মাঠে খোলা আকাশের নিচে অবস্থান নেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ নিজে শুক্র ও শনিবার দিনে-রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন তাদের। বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসক জানতে পেরে শনিবার সন্ধ্যায় বিজয়পুর স্কুলে আসেন। এসময় জেলা প্রশাসক তাদেরকে আশ্বস্ত করেন যে, উত্তরবঙ্গের জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। যতদিন তারা বাড়ি ফিরে যেতে না পারেন ততদিন কুমিল্লা জেলা প্রশাসন, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার তাদের থাকা, খাওয়া,চিকিৎসা ও মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন। পরে জেলা প্রশাসক শ্রমিকদের মাঝে রাতের খাবার বিতরণ করেন।