করোনায় আক্রান্ত সন্দেহে কুমিল্লায় দু’টি বাড়ি লকডাউন


নমুনা সংগ্রহ করা হচ্ছেকুমিল্লার হোমনায় উপজেলায় করোনা আক্রান্ত সন্দেহে দু’টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। ঝগড়ার চর ও খোদেদাইদপুর গ্রামে ওই বাড়ি দু’টির মানুষের চলাচলে নিষেধাজ্ঞা এবং অন্যদের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ জারি করা হয়। নমুনা সংগ্রহের পর সন্দেহভাজন একজনকে জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) ইউএনও তাপ্তি চাকমা ওই দুই ব্যক্তির বাড়ি লকডাউন করার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার জানান, ওই বাড়ির একজন চারদিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। অপর ব্যক্তি পেশায় আইনজীবী। তাদের দু’নেরই জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইডিসিআর) পাঠানো হয়েছে।