কুমিল্লায় হোম কোয়ারেন্টিনে থাকা ৩৪ জনের নমুনা সংগ্রহ

কুমিল্লা

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে কুমিল্লায় হোম কোয়ারেন্টিনে থাকা সন্দেহভাজন ৩৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে প্রতি উপজেলা থেকে দুটি করে নমুনা সংগ্রহের পর তা পরীক্ষার জন্য সরকারি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আই্ইডিসিআর) পাঠানো হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) কুমিল্লার জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রী এবং সরকারি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশে কুমিল্লার ১৭ উপজেলা থেকে দুইটি করে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় যাদের সর্দি ও কাশি এবং জ¦র রয়েছে, এমন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়।

জেলা সিভিল সার্জন আরও জানান, এর আগে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খরখরিয়া গ্রামে করোনা আক্রান্ত সন্দেহে এক ব্যবসায়ীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। পরবর্তীতে ওই নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট নেগেটিভ আসে। এছাড়াও হোমনা উপজেলায় আরও  দুই জনের নমুনা সংগ্রহ করা হয় এবং তাদের বাড়িগুলো লকডাইন করে রাখা হয়।