নাসিরনগরে করোনার উপসর্গ নিয়ে বিদেশ ফেরত ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিদেশ ফেরত এক ব্যক্তি মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে তিনি সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ২০ মার্চ তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরে হোমা কায়ারেন্টিন পালন করেন। নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা আশরাফী এসব তথ্য জানান।

তার মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালে থাকা রোগীরাও অনেকে সরে গেছেন।

জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাওয়া তথ্য অনুসারে, ওই ব্যক্তির বাড়ি নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের মকবুলপুর গ্রামে। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি গত ২০ মার্চ মালয়েশিয়া থেকে ফেরার পর ১ এপ্রিল পর্যন্ত হোম কোয়ারেন্টিনে ছিলেন। ৪ এপ্রিল তার শরীরে জ্বর, ব্যথা বাড়তে থাকে। আজ রাতে নাসিনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় তাকে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা ডা. সানজিদা জানান, করোনার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে কী কারণে তিনি মারা গেছেন, স্যাম্পল পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না। ওই লাশ এখন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ইউএনও জানান, হোম কোয়ারেন্টিন শেষ হওয়ার পর ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। আজ রাতে হাসপাতালে আনার পর তার রক্ত পরীক্ষা করা হয়। সেখানে তার টাইফয়েড জাতীয় কিছু লক্ষণ ধরা পড়ে। করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে নিশ্চিত করে বলা যাবে, আসলে তিনি কী কারণে মারা গেছেন।