করোনা উপস‌র্গ নিয়ে ক্ষুদ্র নৃ‌গো‌ষ্ঠী বৃদ্ধের মৃত্যু

বান্দরবানবান্দরবানে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে উহ্লাচিং মার্মা (৬০ ) নামে ক্ষুদ্র নৃ‌গো‌ষ্ঠীর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সকা‌লে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উজিহেডম্যান পাড়ার বাসিন্দা। এ ঘটনায় তার বা‌ড়ি লকডাউন ক‌রে‌ছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য অংচাহ্লা মার্মা জানান, ৫-৬ দিন ধরে লোকটি শ্বাস কষ্ট, জ্বর ও গলা ব্যথায় ভুগছিলেন। কিন্তু তিনি কোনও হাসপাতালে বা চিকিৎসকের কাছে না গিয়ে স্থানীয় বৈদ্যের কাছ থেকে তান্ত্রিক চিকিৎসা নিচ্ছিলেন। শেষে শুক্রবার সকালে তিনি মারা যান।

এ ব্যাপারে বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান জানান, সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করার জন্য মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে, তিনি কী রোগে মারা গেছেন। আমরা আপাতত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত ব্যক্তির ঘরটি লকডাউন করার ব্যবস্থা করেছি।'

বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু মার্মা জানান, জ্বর ও শ্বাসকষ্টে কুহালং এলাকায় একজন বৃদ্ধ মারা গেছেন। ইউএনও'র কাছ থেকে খবর পেয়ে মেডিক্যাল টিম পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তির ঘর লকডাউন করার জন্য প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত ব্যক্তির সংস্পর্শে থাকা এবং তার পরিবারের সদস্যদের কোয়া‌রেন্টিনে রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বান্দরবানে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর খবরে সদর উপজেলা ও আশপাশের পাড়ায় বসবাসরতদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।