করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পর দু’জনের মৃত্যু

করোনাভাইরাসফেনীতে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পর দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) রাতে ফেনী আড়াশ’ শয্যার সদর হাসপাতালে তারা মারা যান। তাদের বাড়ি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ও ফাজিলপুর ইউনিয়নে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, মৃত দু’জনেরই করোনার উপসর্গ ছিল। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

রবিবার (৩১ মে) তাদের দাফন করা হয়।

হাসপাতাল ও পারিবারিক সূএ জানা গেছে, শনিবার (৩০মে) সকালে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ফাজিলপুর ইউনিয়নের ওই ব্যক্তি (৬২) সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

আর ধলিয়া ইউনিয়নের ওই ব্যক্তি (৮০) একই দিন সন্ধ্যায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। হাসপাতালে ভর্তির প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই তিনি মারা যান।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ফেনীতে করোনার উপসর্গ নিয়ে গত দুই মাসে ছয় জন মারা গেছেন। সবারই নমুনা পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ এসেছে।