কুমিল্লায় করোনায় নতুন তিন জনসহ ৩৮ জনের মৃত্যু

ছবি: প্রতিনিধিকুমিল্লা নগরীর চকবাজার ও কচুয়াসহ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় মোট ৩৮ জনের করোনায় মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরও ১০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ২৬৮ জন। তার মধ্যে নতুন ২৫ জনসহ এই পর্যন্ত মোট ১৮৪ জন সুস্থ হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানানো। কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, সিটি করপোরেশন এলাকার চকবাজার ও কচুয়ায় দুই জন এবং কুমিল্লার মুরাদনগরে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মারা গিয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ১০৫ জন। তাদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৭, চৌদ্দগ্রামে ১১, মুরাদনগরে ১৩, চান্দিনায় ১৩, লাকসামে সাত, তিতাসে ছয়, হোমনায় পাঁচ, দাউদকান্দিতে চার, আদর্শ সদরে সাত, বুড়িচংয়ে ১৩, বরুড়ায় তিন, নাঙ্গলকোট ও মেঘনায় দুই জন করে এবং দেবিদ্বার ও মনোহরগঞ্জে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে, জেলায়া নতুন করে ২৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। তাদের মধ্যে দেবিদ্বারে ১৭ জন, দাউদকান্দিতে চার জন, তিতাসে তিন জন এবং চান্দিনায় একজন সুস্থ হয়েছেন।