সিএমপি কমিশনার করোনায় আক্রান্ত

সিএমপি কমিশনার মাহাবুবর রহমানচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ‘কমিশনার স্যার করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার শরীরে করোনার তেমন উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন।’ 

কবে নমুনা দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত এখনও জানতে পারিনি। তবে সোমবার (৮ জুন) রাতে তিনি আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। তার পরিবারের সবাই এখনও ভালো আছেন।’