নমুনা না দিয়েই করোনা পজিটিভ!

   স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এসএমএস

নমুনা পরীক্ষা ছাড়াই চট্টগ্রামের সাংবাদিক এম এ হোসাইন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।  সোমবার (২২ জুন) সকালে স্বাস্থ্য অধিদফতর এসএমএস দিয়ে তাকে এ তথ্য জানিয়েছে। চট্টগ্রাম থেকে প্রকাশিত ‘দৈনিক পূর্বদেশ’ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন তিনি।

স্বাস্থ্য অধিদফতরের এসএমএসে বলা হয়, ওই সাংবাদিক ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে নমুনা দিয়েছেন। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ এসেছে। মূলত ওই সংবাদকর্মী নমুনাই দেননি। 

এ সম্পর্কে জানতে চাইলে এম এ হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘সোমবার সকালে  স্বাস্থ্য অধিদফতরের নম্বর ০১২৯০২৪৬১২ থেকে আমার কাছে একটি এসএমএস আসে। তাতে বলা হয়, গত ১৭ জুন আমি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে নমুনা দিয়েছি। তারা সেটি ১৭ জুনই পরীক্ষা করেছে। পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।’ 

তিনি আরও বলেন, ‘আশ্চর্যজনক বিষয় হলো আমি কোনও নমুনাই দেইনি, ঢাকায়ও যাইনি। গত ৫ মাসে আমি কখনও  ঢাকা যাইনি। তাহলে তারা কীভাবে নমুনা পেলো? আর যদি নমুনা না পেয়ে থাকে তাহলে কীভাবে পরীক্ষা আর রিপোর্ট দিলো?’ 

এম এ হোসাইন আরও বলেন,  ‘বিষয়টি আমি সিভিল সার্জনকে জানিয়েছি। তিনি বলেছেন, এটি ভুলবশত হয়েছে। নমুনা ছাড়াই যদি করোনা পজিটিভ রিপোর্ট আসতে পারে, তাহলে যারা নমুনা দিচ্ছেন, তারা কতটুকু সঠিক রিপোর্ট পাচ্ছেন আল্লাহ-ই ভালো জানেন।’