আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পদ্মা সেতুর মাওয়া এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে। আন্দোলনকারীরা ১০ মিনিট সড়কে যান চলাচল বন্ধ করে দেন।
ছাত্র-জনতার ব্যানারে আজ শনিবার (১০ মে) দুপুর ১২টার দিকে এই কর্মসূচিতে পদ্মা সেতু উত্তর থানার সামনের সড়কে অবস্থান নিয়ে এই সমাবেশ করেন আন্দোলনকারীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সেতুর দুইপাশের লেন প্রদক্ষিণ করেন। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
এ সময় আন্দোলনকারীরা সরকারের কাছে গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধসহ হত্যাকারীদের বিচার ও জুলাই সনদ নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট রোডম্যাপের দাবি জানান।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, শিক্ষার্থীরা দুপুরে পদ্মা সেতু থানার সামনের সড়কে জড়ো হয়ে কিছুক্ষণ বিক্ষোভ মিছিল করে সরে যান। তবে প্রধান সড়ক দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
আন্দোলনে নেতৃত্ব দেন আরাফাত প্রীতম, সুলেমান হোসেন, সিয়ান আহমেদ, ইমন মাহমুদ, জাকারিয়া রানা, মোহাম্মদ ফখরুল, শ্রাবণী আক্তার ও অবন্তিকা দাস। এ সময় ছাত্রদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশিবিরের সদস্যরাও অংশগ্রহণ করেন।