কুমিল্লা মেডিক্যালে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে ১৮ বছরের এক কিশোরীসহ আরও দুই জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মেডিক্যালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। হাসপাতালটির সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আইসিইউতে মারা যাওয়াদের মধ্যে একজন কিশোরী। সে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলঘর এলাকার মো. কাউছারের মেয়ে সারাইয়া (১৮) এবং অপরজন হলেন কুমিল্লার লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও এলাকার মৃত ইব্রাহীম খলিলের ছেলে আবদুর রহিম (৬২)।

হাসপাতাল সূত্রে জানা যায়, মেডিক্যাল কলেজটির করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ১২৩ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৬২ জন। 

অন্যদিকে, জেলা সিভিল সার্জন অফিসের সূত্রে জানা যায়, কুমিল্লায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯১১ জন, সুস্থ হয়েছেন এক হাজার ৭৬২ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৬ জন।