রাঙামাটিতে আরও ২২ জনের করোনা পজিটিভ

রাঙামাটিপার্বত্য জেলা রাঙামাটিতে আশঙ্কাজনক হারে বাড়ছে কোভিট-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ২২ জন ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা-বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল এ তথ্য জানান।

তিনি জানান, জেলায় নতুন শনাক্ত ২২ জনের মধ্যে ১৭ জন রাঙামাটি শহরের, ৩ জন কাপ্তাইয়ের এবং বাকি ২ জন কাউখালী উপজেলার।

রাঙামাটি সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ৬ মে রাঙামাটিতে প্রথম ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। ওই মাসে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৭২ জন। এরপর গত জুনে আক্রান্ত হয় ২২৭ জন। কিন্তু জুলাই মাসে এসে আক্রান্তের হার আরও দ্রুত বেড়ে যাচ্ছে। গত ৯ দিনেই কোভিট-১৯ এ আক্রান্ত হয়েছে ১১৯ জন।

রাঙামাটিতে এ পর্যন্ত করোনায় মারা গছেন ৭ জন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২৩১ জন এবং আইসোলেশনে আছেন ৮ জন।

জেলায় মোট শনাক্ত ৪১৮ জনের মধ্যে সর্বোচ্চ ২৪৯ জন রাঙামাটি শহরে, কাপ্তাইয়ে ৮৪ জন, কাউখালীতে ২৫ জন, বাঘাইছড়িতে ১৫ জন, লংগদুতে ৯ জন, বরকলে ২ জন, জুরাছড়িতে ১৫ জন, বিলাইছড়িতে ১১ জন, রাজস্থলীতে ৬ জন এবং নানিয়ারচরে ২ জন রয়েছেন।

রাঙামাটি থেকে এ পর্যন্ত ২ হাজার ৩৬৭টি নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫৮টির ফল পাওয়া গেছে। যার মধ্যে ৪১৮ জনরে ফল পজিটিভ এসেছে। এখনও ১০৯টি নমুনার ফলাফল অপেক্ষমাণ আছে।