কুমিল্লায় করোনার উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল
গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও তিন জন মারা গেছেন। তাদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডে দু’জন এবং আইসিইউতে একজন চিকিৎসাধীন ছিলেন। এ পর্যন্ত মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৯৩ জন। 

সোমবার (৩ আগস্ট) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানান। 
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাবু মিয়া (৭৮), লালমাই উপজেলার আতর আলী (৬৭) এবং শাহরাস্তি উপজেলার জয়নাল আবেদিন (৬৯)। 
জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৫২৮ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ৯৪৩ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৬ জন।