ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

received_662973037720851ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুর নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাওয়ার টিলারে থাকা তিন জন নিহত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা সবাই পাওয়ার টিলারের যাত্রী। তারা হলেন, পাওয়ার টিলারের চালক শরিয়ত উল্লাহ, ধান ব্যবসায়ী রমজান আলী এবং তার স্ত্রীর বড় ভাই আক্তার হোসেন। তারা বিজয়নগর উপজেলার আমতলী বাজার থেকে ঢেউটিন নিয়ে বাড়ি ফিরছিলেন। তাদের সবার বাড়ি বিজয় নগর উপজেলার চরইসলাম গ্রামে। তবে এই ঘটনায় বাসের কোনও যাত্রী হতাহত হয়নি।

পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত বাসসহ যানবাহন উদ্ধার করার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছেন।

বাসযাত্রী আবুল কাশেম ও ইউনুস মিয়া জানান, চট্টগ্রামের কালুর ঘাট থেকে সততা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটে শাহজালালের মাজারে যাচ্ছিলে। এই সময় বিপরতি দিক থেকে আসা একটি মালবাহী পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পাওয়ার টিলারে বাতি না থাকায় হঠাৎ করে সেটি বাসের সামনে চলে আসলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন চরইসলাম ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মেম্বার তফসিরুল ইসলাম জানান, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।