বেগমগঞ্জে জোড়া খুনসহ একাধিক মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

গ্রেফতারকৃত সুমন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আব্দুল করিম রয়েলনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পৃথক পৃথক স্থানে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে সুমন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আব্দুল করিম রয়েলসহ (৩১) দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় রয়েলের দেওয়া তথ্যমতে একটি দেশীয় পাইপগান, একটি কার্তুজ ও তিনটি লোহার তৈরি ছোরা জব্দ করা হয়।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। গ্রেফতারকৃত আব্দুল করিম রয়েল উপজেলার পশ্চিম একলাশপুর গ্রামের মৃত রেজাউল হক ওরফে ধনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে জোড়া খুন, অস্ত্র ও মারামারিসহ থানায় একাধিক মামলা রয়েছে।

আনোয়ার হোসেন ওরফে লাবলু বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আব্দুল করিম রয়েলেকে (৩১) আটকের পরে তার দেওয়া তথ্যমতে, গভীর রাতে বেগমগঞ্জের উত্তর পশ্চিম একলাশপুরের নকু বেপারি বাড়ির কবরস্থানের বাঁশমুড়া থেকে একটি লোহার তৈরি দেশীয় পাইপগান, একটি কার্তুজ ও তিনটি লোহার তৈরি ছোরা জব্দ করা হয়।

এছাড়া সিআর কোর্টের মামলায় ১ বছর সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন ওরফে লাবলুকে (৩৫) পৃথক একটি অভিযানে আটক করা হয়। সে উপজেলার কালিকাপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

তিনি আরও বলেন, আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে পাঠান।