ফেনীতে বাড়ছে করোনার সংক্রমণ

করোনাভাইরাসফেনীতে নতুন করে আরও ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮৪ জনে। সোমবার (৩০ নভেম্বর) সকালে ফেনীর সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, করোনায় আক্রান্ত হয়ে জেলায় এই পর্যন্ত মোট ৪২ জন মারা গেছে। এ সময়ের মধ্যে নতুন করে আরও ২ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৭৯১ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান শাখা সূত্রে জানা যায়, সোমবার সকালে নোয়াখালীর আবদুল মালেক মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ফেনীর ১২৭টি ও ফেনীর বক্ষব্যাধি হাসপাতালের জিন এক্সপার্ট ল্যাবে ৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১টি পজিটিভ এসেছে, যাতে দুইটি দ্বিতীয় নমুনা। নতুন শনাক্তদের মধ্যে ফেনী সদরে ১০, ছাগলনাইয়ায় ৬ ও পরশুরামে ২ জন রয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৫ শতাংশ।  

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল জেলায় ছাগলনাইয়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়।