ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সব উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত

বিএনপিব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলা এবং পাঁচটি পৌর এলাকার বিএনপির সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির অধীনে সকল উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়। শিগগিরই উপজেলা ও পৌর বিএনপির সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করে বিলুপ্ত কমিটির কার্যক্রম পরিচালনার জন্য নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম জানান, খুব দ্রুত সকল ইউনিটগুলোতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

এই ব্যাপারে জানতে চাইলে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান জানান, নিয়ম অনুযায়ী কোনেও কমিটি বিলুপ্ত ঘোষণার সঙ্গে সঙ্গে নতুন আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। কিন্তু এ ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। তবে কেনও মানা হয়নি সেটি আমি জানি না। তবে শুনেছি জেলা বিএনপির আহ্বায়ক প্রতিটি উপজেলায় সাংগঠনিক সফর করার মাধ্যমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার পরিবারের অন্য সদস্যরা ফোন ধরে জানান তিনি ক্লান্ত, ঘুমাচ্ছেন; পরে ফোন দিতে।