দখলমুক্ত করা হলো টমছম ব্রিজের ফুটপাত 

কুমিল্লা নগরীর ব্যস্ততম জায়গা টমছম ব্রিজের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত নগরীর ওই এলাকায় কুমিল্লা সিটি করপোরেশনের সহায়তায় অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের দুই জন ম্যাজিস্ট্রেট।

এ সময় ফুটপাতের ওপর নির্মিত ৩টি বিরিয়ানি দোকান, ৭টি ফলের দোকানসহ ১২টি স্থাপনা উচ্ছেদ করা হয়। কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু সাঈদ ও মাজহারুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ জানান, কুমিল্লা নগরীতে যানজট কমাতে সব সড়কে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে গত প্রায় এক মাস ধরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবারও জেলা প্রশাসক মো.আবুল ফজল মীরের নির্দেশনায় এবং সিটি করপোরেশনের কারিগরি সহায়তায় নগরীর ব্যস্ততম টমছম ব্রিজ এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জেলা পুলিশ ও আনসারের সদস্যরা সহায়তা করেছেন। এই অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবছরই কুমিল্লা সিটি করপোরেশন ও জেলা প্রশাসন মিলে টমছম ব্রিজে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে। উচ্ছেদের মাসখানিক পর আবারও দখলদাররা ফুটপাত ও সড়ক দখল করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রশাসনের এই অভিযান যেন রীতিমতো প্রতিবছরের রুটিন হয়ে দাঁড়িয়েছে।