হানিফকে বসুরহাট থেকে শিক্ষা নিতে বললেন কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন থেকে শিক্ষা নিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের প্রতি আহ্বান জানিয়েছেন ওই উপজেলায় বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। তিনি বলেন, হানিফ সাহেব আপনি শিক্ষা নিন। আমি আর কিছু বলতে চাচ্ছি না।

রবিবার (১৭ জানুয়ারি) বসুরহাট পৌরসভা নির্বাচন পরবর্তী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

আবদুল কাদের মির্জা বিপুল ভোটে নির্বাচিত হওয়ার বিষয়ে বলেন, আমি ভয়কে জয় করেছি। আমার বিজয়টি আমার কাজের ফসল। আমাদের নেতারা, বড় নেতাদের তেল মারে। তাদের এলাকার সঙ্গে কোনও সম্পর্ক নেই। গরিব বাবা-মা মেয়েকে বিয়ে দিতে পারছেন না, তারা কি তাদের ১০ টাকা দিয়ে সহযোগিতা করেন? একটা মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তাদের কি কোনও সহযোগিতা করছেন?

আবদুল কাদের মির্জা বলেন, অনেক এমপি আছেন নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করেন না। শত ভাগ না পারলেও অন্তত ৭০ থেকে ৮০ ভাগ যদি প্রতিশ্রুতি তারা রক্ষা করতেন তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ এখন যে নির্বাচনগুলো হচ্ছে সব নির্বাচনেই জয়ী হতো।

তিনি বলেন, খালেদা জিয়া সরকারের সঙ্গে সমঝোতা করে বাসায় শুয়ে আছে। ছেলে (তারেক রহমান) হলো দুর্নীতিবাজ। আর জামায়াতের কোনও রেজিস্ট্রেশন নাই। জামায়াত হলো কোল বালিশ। কোল বালিশ হিসেবে আরও ৫০ বছর থাকতে হবে। তাদের ক্ষমতায় আসার কোন সুযোগ নেই।
কাদের মির্জা আজ বিকালে তার সাথে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোশাররফ হোসেনের বাড়িতে সৌজন্য সাক্ষাতে যান। তিনি উভয় প্রার্থীর নিকট পৌরসভার উন্নয়নে সহযোগিতা কামনা করেন।