জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের ঘোষণা আবদুল কাদের মির্জার

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আগামী ২ ফেব্রুয়ারি নোয়াখালীর অন্যায়, অনিয়ম, টেন্ডারবাজি, চাকরি বাণিজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে এবার ঢাকায় গিয়ে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের ঘোষণা দিয়েছেন।

আজ বসুরহাট পৌরসভার প্যাডে মেয়র আবদুল কাদের মির্জা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন যে, আমি দীর্ঘদিন যাবত নোয়াখালীর অপরাজনীতির বিষয়ে বিভিন্ন সভা সমাবেশ এবং মিডিয়ার সামনে প্রতিবাদ করে আসছি। কিন্তু দুঃখের বিষয় উক্ত বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ না করায় আমি আগামী মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাব ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করছি। 

এর আগে, গত ১৬ জানুয়ারি বিপুল ভোটের ব্যবধানে বসুরহাট পৌর নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে মেয়র নির্বাচিত হন আলোচিত প্রার্থী আবদুল কাদের মির্জা। এরমধ্যে প্রথম মেয়াদে চেয়ারম্যান ছিলেন তিনি। শাসনতান্ত্রিক সংস্কারে পরের তিন মেয়াদে জয়ী হন মেয়র হিসেবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর ছোট ভাই হলেও দলীয় স্থানীয় রাজনৈতিক নেতাদের সমালোচনা করে নির্বাচনের পুরোটা সময় মাঠ গরম রেখেছিলেন তিনি।

আরও পড়ুন:
বিপুল ব্যবধানে জিতলেন ওবায়দুল কাদেরের ভাই
আমার জন্য কাউকে ভোট চুরি করতে হবে না: কাদের মির্জা
চুপ করে বসে থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন না
ওবায়দুল কাদেরকেরাজাকার পরিবারের সদস্যবললেন এমপি একরামুল
আবদুল কাদের মির্জাকে নাগরিক সংবর্ধনা