সরাইলে চাচাত ভাইয়ের অস্ত্রের আঘাতে যুবক নিহত, আটক ২

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আপন চাচাত ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে রুহেল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মোগলটুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহেল ওই এলাকার লিয়াকত আলীর ছেলে।

নিহতের স্বজনেরা জানান, রুহেলের সঙ্গে একই বাড়ির চাচা গেন্দু মিয়ার ছেলে কাউসারের আগে থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে রুহেলের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় কাউসার থুতু ফেলে। এ নিয়ে রুহেল ও তার মায়ের সঙ্গে কাউসারের বাকবিতণ্ডা হয়। সন্ধ্যায় কাজ থেকে ফিরে দুই জন সকালের বিষয় নিয়ে পুনরায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় রুহেল ও কাউসারের পরিবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রুহেলকে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রুহেল।

এ ঘটনায় কাউসারের বাবা গেন্দু মিয়া ও মা আমেনা বেগমকে আটক করেছে পুলিশ। এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিহতের পিতাসহ স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। হাসপাতালে উপস্থিত রুহেলের পিতা লিয়াকত আলী ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক আরিফুজ্জামান বলেন, ‘হাসপাতালে আনার আগেই রুহের মারা যান। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্ষক্ষরণে তিন মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার সার্কেল অফিসার মো. আনিসুর রহমান জানান, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।