কাদের মির্জার বিরুদ্ধে হেফাজতে ইসলামের বিক্ষোভ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। নোয়াখালীর জেলা শহর মাইজদিতে বুধবার (১৭ ফেব্রুয়িারি) বিকাল ৫ টায় বাংলাদেশ এই বিক্ষোভ মিছিল করে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদ মোড়ে সমাবেশে মিলিত হয়।

নোয়াখালী জেলা আমীর আল্লামা শিব্বির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। এছাড়া বক্তব্য রাখেন, নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা ছিদ্দিক আহমদ নোমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা কবির আহমদ ও মাওলানা রুহুল আমিন চৌধুরী।

মাওলানা আজিজুর হক ইসলামাবাদী বলেন, মির্জা কাদেরকে অবিলম্বে আলেম-ওলামা ও ইসলাম বিদ্বেষী বক্তব্য ও মিথ্যা মামলা প্রত্যাহার, বন্ধ মাদ্রাসাটি খুলে দিতে হবে। নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্বশীলের মত বক্তব্য প্রদান করতে হবে। সকল আলেমের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি কোম্পানিগঞ্জের বড় রাজাপুর গ্রামের সিদ্দিকীয়া নূরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বক্তা মুফতি মাওলানা ইউনুস ও ইমরান হোসেন রাজুকে আটক করে পুলিশে সোপর্দ করেন আবদুল কাদের মির্জা। পরে, তারা জামিনে মুক্ত হন।