পটিয়ায় নির্বাচিত কাউন্সিলর ৩ দিনের রিমান্ডে

নির্বাচনি সহিংসতায় কাউন্সিলর প্রার্থীর ভাই আব্দুল মাবুদ নিহতের ঘটনায় চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামাল রাজিবকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহের আদালত এ আদেশ দেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আব্দুল মাবুদ নিহতের ঘটনায় গ্রেফতার কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আজ শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

নিহত আব্দুল মাবুদ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি কাউন্সিলর প্রার্থী আব্দুল মান্নানের ভাই। গত ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে চট্টগ্রামের পটিয়ার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল রাজিব ও আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে সরওয়ার কামালের সমর্থকদের ছুরিকাঘাতে আব্দুল মাবুদ নিহত হন।

এই সংঘর্ষের ঘটনায় ওই নির্বাচনের দিন দুই প্রার্থীকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। পরে আব্দুল মান্নান তার ভাইয়ের মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করলে ওইদিন রাতেই পুলিশ সরওয়ার কামালকে গ্রেফতার দেখায়। পরদিন তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।