সড়ক অবরোধ করে কাদের মির্জার বিরুদ্ধে সমাবেশ

সড়ক অবরোধ করে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাট সীমান্তের বসুরহাট রোডের ফেনীর দাগনভূঞা দুধমুখার চাঁদপুর এলাকায় এই সমাবেশ হয়।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকাল থেকে শুরু হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশের আয়োজক দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ হলেও পুরো জেলা থেকে প্রায় দেড় শতাধিক বাসে করে নেতাকর্মী আসতে দেখা গেছে। সড়কের প্রায় দুই কিলোমিটার জুড়ে নেতাকর্মীরা রাস্তায় বসে পড়ে এবং কাদের মির্জার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

সমাবেশে বক্তারা বলেন, মাদকাসক্ত আবদুল কাদের মির্জার অপরাজনীতির কারণে নোয়াখালী-ফেনী অঞ্চল অশান্ত। এই অপরাজনীতির কারণে প্রাণ হারাতে হয়েছে তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কেরকে।

বক্তারা আরও বলেন, আবদুল কাদের মির্জা বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে। সে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে। দল থেকে তার স্থায়ী বহিষ্কার চাই। সে সীমা লঙ্ঘন করছে, তাকে ফেনীর সীমান্তে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না।

ফেনীর আওয়ামী লীগ নেতারা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সঙ্গে সঙ্গে তাকে দ্রুত গ্রেফতার করে পাবনা মানসিক হাসপাতালে অথবা যেকোনও উন্নতমানের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানোর দাবি জানান।

এই সময় নেতারা আরও অভিযোগ করেন, কাদের মির্জা ও তার ছেলে মিলে বসুরহাটকে সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য বানিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি হোটেলে বৈঠক করে এবং তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিফটন, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার কামাল উদ্দিন, জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী পৌর সভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়ার পৌর মেয়র মোস্তফা প্রমুখ।

প্রসঙ্গত, আজও (সোমবার) বসুরহাটে কাদের মির্জা ও স্থানীয় আওয়ামী লীগ সমাবেশ আয়োজন করায় সেখানে ১৪৪ ধারা জারি করে আইনশৃঙ্খলা বাহিনী।