রাতের আঁধারে ভাঙলো বীর প্রতীকের নামে করা সড়কের নামফলক

কুমিল্লায় বীর প্রতীক খেতাবে ভূষিত মুক্তিযোদ্ধার নামে বানানো সড়কের নামফলক দুর্বৃত্তরা ভেঙ্গে দিয়েছে। জেলার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া হতে চাঁদপুরের রহিমা নগর পর্যন্ত সড়কটি সরকারিভাবে বীর প্রতীক কর্নেল সফিক উল্লাহর নামে নামকরণ করা হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতের অন্ধকারে কোনও এক সময় দুর্বৃত্তরা সড়কের নামফলকটি ভেঙে ফেলে বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযুক্তদের শনাক্ত করার দাবিতে শাহীন শাহ নামে এক ব্যক্তি চান্দিনা থানায় জিডি করেছেন।

জানা যায়, বীরপ্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কর্নেল সফিকউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। অত্যন্ত বীরত্বের সঙ্গে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করায় ভূমিকা রাখেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান। দেওয়া হয় তাকে বীর প্রতীক উপাধি। এরপর এই বীরপ্রতীককে সম্মান জানাতে এলাকাবাসী তাঁর স্মরণে চান্দিনা উপজেলার মাধাইয়া হতে চাঁদপুরের রহিমানগর পর্যন্ত সড়কটির নাম ‘বীর প্রতীক কর্নেল সফিক উল্লাহ সড়ক’ নামে নামকরণ করে। সরকারিভাবেও এই সড়কটিকে এই নামে ডাকা হয়। তবে সোমবার রাতে এতে পড়েছে দুষ্কৃতকারীদের থাবা।

নামফলক ভেঙে ফেলার খবর পেয়ে মাধাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা এই কাজ করেছে তা জানতে পারেননি বলে জানান।
বীর প্রতীক কর্নেল শফিক উল্লাহর পরিবার জানায়, এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তারা।
এই বিষয়ে চান্দিনা থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, বীরপ্রতীকের নামে নির্মিত সড়কের নামফলক ভাঙার ঘটনায় শহীন শাহ নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ (জিডি) করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।