পাহাড় ধসে মৃত্যু

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধসে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩শে ফেব্রুয়ারি) বেল ১২টার দিকে উপজেলার কালাডেবা এলাকার সম্প্রুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যাক্তি হলেন সম্প্রুপাড়া এলাকার মৃত ফরিদ মৌলবির বিদেশ ফেরত ছেলে মিজানুর রহমান( ৩৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাহাড় না কাটার শর্তে পাহাড়ি এলাকা লিজ নিয়ে বাড়ি করেছিলেন মৃত ফরিদ মৌলবি। পাহাড় কাটা সম্পূর্ণ অবৈধ হলেও সে নিষেধাজ্ঞা না মেনে কয়েকজন শ্রমিক নিয়ে নিজেদের জমিতে থাকা মাটির টিলা কাটতে যান মিজানুর রহমান। শ্রমিকরা কাজ করার সময় মিজানুর রহমান নিচে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে সে পাহাড় ধসে পড়লে নিচে থাকা মিজানুর মাটিচাপা পড়েন।
পরে শ্রমিক এবং এলাকাবাসীরা তাকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, পার্বত্য এলাকাগুলোতে প্রশাসনের নজরদারি কম থাকার সুযোগ নিয়ে প্রতিবছরই বিপুল সংখ্যক পাহাড় কেটে ফেলছে লিজ মূলে ভূমিগ্রহীতারা। এরফলে মাঝে মাঝেই পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটছে। গত বছরও রামগড়ের পূর্ব চৌধুরীপাড়া ও খাগড়াবিল এলাকায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছিল।
রামগড় থানা অফিসার ইনচার্জ মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতাল ও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে থানায় ইউডি মামলা করা হয়েছে।