ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণ, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডের কালীবাড়ি মোড়ের এক ব্যবসা প্রতিষ্ঠানের সেপটিক ট্যাংক বিস্ফোরণে পাঁচ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও উদ্দার কার্যক্রম পরিচালনা করছেন। 

রাত সোয়া ৯টার দিকে শহরের টিএ রোডের কালীবাড়ি মোড়ে ভিআইপি ব্যাকারি নামের এক ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে বিকট শব্দে সেপটিক ট্যাংক বিস্ফোরণ ঘটে। এসময় আতঙ্কে আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করে। পরে স্থানীয়রা পাঁচ জনকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নিয়ে আসেন।

দুর্ঘটনায় আহতরা হলেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক লিটন চৌধুরী, মো. শাহ আলম, আহসান হাবিব পারভেজ, মারুফ, মো. হুসাইন। এর মধ্যে দোকান মালিক লিটন চৌধুরী এবং মো. শাহ আলম ও মারুফের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তাদের উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লা আল মামুন জানান, আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস সামাদ জানান, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে দোকানের নিচে সেপটিক ট্যাংক অতিরিক্ত গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে। দেয়াল ভেঙে গেছে। এখনও উদ্ধার কার্যক্রম চলছে বলে জানান তিনি।