কন্টেইনার জট কমাতে দ্বিগুণ হয়েছে স্টোররেন্ট

পণ্য ভর্তি এফসিএল কন্টেইনার জট কমাতে এবার স্বাভাবিক ভাড়ার ওপর দ্বিগুণ হারে স্টোররেন্ট আরোপ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার (১ মার্চ) থেকে বন্দরের এই স্টোররেন্ট কার্যকর হবে বলে জানিয়েছেন পরিচালক (পরিবহন) এনামুল করিম। ল্যান্ডিং ডেট’র পর ১১তম দিন থেকে এই স্টোররেন্ট কার্যকর হবে বলে জানান তিনি।

এনামুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, দৈনিক ডেলিভারির ক্ষেত্রে ধীরগতির কারণে বন্দরের অভ্যন্তরে কন্টেইনারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় বন্দরের স্বাভাবিক অপারেশন কার্যক্রম অব্যাহত রাখার জন্য স্টোররেন্ট দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘রেগুলেন্স ফর ওয়ার্কিং অব চিটাগাং পোর্ট (কার্গো অ্যান্ড কন্টেইনার) ২০০১ এর ১৬০ ধারা অনুযায়ী এই স্টোররেন্ট আরোপ করা হয়। এখন থেকে কমন ল্যান্ডিং ডেট’র পর ১১তম দিন থেকে প্রযোজ্য স্ল্যাব’র স্বাভাবিক ভাড়ার ওপর দ্বিগুণ হারে স্টোররেন্ট আরোপ করা হবে। এটি ১ মার্চ থেকে কার্যকর হয়েছে।’

বন্দুর সূত্র জানায়, জাহাজ থেকে প্রতিদিন যে পরিমাণ কন্টেইনার নামছে, সেই গতিতে বন্দর থেকে ছাড় না নেওয়ায় বন্দরে কন্টেইনার জটের সৃষ্টি হয়েছে। বন্দরের সবগুলো ইয়ার্ড মিলে ৪৯ হাজার একক কন্টেইনার রাখার ধারণ ক্ষমতা আছে। যেখানে গত বৃহস্পতিবার পর্যন্ত বন্দর ইয়ার্ডে কন্টেইনার ছিল ৪০ হাজার একক। কন্টেইনার দ্রুত ডেলিভারি না নিলে কয়েকদিনের মধ্যে ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে। যে কারণে গত ২৫ ফেব্রুয়ারি এফসিএল কন্টেইনার সরিয়ে নিতে নোটিশ দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। এতেও কাজ না হওয়ায় এবার স্টোররেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে।