ইয়াবার চালানসহ পাঁচ মাদক পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের অদূরে নাফনদীর মোহনায় অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ পাঁচ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা । এসময় ৩০ হাজার ইয়াবাসহ পাচারকারীদের ব্যবহৃত কাঠের নৌকাটি জব্দ করা হয়।

আটকরা হলেন টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মৃত নুর আহমদের ছেলে নুরুল আমিন (৫০), কালা মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস (৪০), ফরিদ আহমেদের ছেলে করিম মোল্লা (২৫), ফরেছের ছেলে ওমর ফারুক (২২) এবং আমিনের ছেলে সানাম উল্লাহ (৩০)।

এসব তথ্য নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন আমিরুল হক জানান, সোমবার (৮ মার্চ) দুপুরে মিয়ানমার হতে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আরিফুজ্জামান রনি (এক্স), বিএন এর নেতৃত্বে বিশেষ একটি টহল দল সেন্টমার্টিন লাইট হাউজ হতে ৪ নটিক্যাল মাইল উত্তর পূর্ব দিকে নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযানে যায়। এসময় একটি সন্দেহভাজন কাঠের নৌকাকে থামানোর সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা স্পিডবোট নিয়ে ধাওয়া করে কাঠের নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে ৩টি প্লাস্টিক পলিথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার ইয়াবা ও কাঠের নৌকাসহ আটক মাদক পাচারকারীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন।