চট্টগ্রামে হেলে পড়েছে ৫ তলা ভবন

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় পাঁচতলা একটি ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। শনিবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে ভবনটি হেলে পড়ে বলে জানিয়েছেন ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফরিদ আহমেদ।

হেলে পড়া ভবনটি এনায়েত বাজার এলাকার গোয়াল পাড়ায় অবস্থিত। কার্তিক ঘোষ নামে একজন ওই ভবনটির মালিক।

ফরিদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে গিয়ে দেখা যায় ভবনটি এক থেকে দেড় ফুট সামনের দিকে হেলে পড়ে। ভবনটির প্রতিটি তলায় একটি করে ইউনিট আছে। পাঁচটি ইউনিটে কার্তিক ঘোষের আত্মীয় স্বজনদের পাঁচ পরিবার ছিল। আমরা গিয়ে তাদের ওই ভবন থেকে সরিয়ে নিয়েছি। বর্তমানে ভবনটি খালি অবস্থায় আছে।

কি কারণে ভবনটি হেলে পড়ে জানতে চাইলে তিনি বলেন, ভবনের মালিক ভবনের সামনের অংশে নতুন করে বিম ঢালাই দিচ্ছিলেন। ইতোমধ্যে বেইস ঢালাই করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ওই কারণে ভবনটি হেলে পড়ে। বর্তমানে এটি স্থিতি অবস্থায় আছে। সামনের দিকে আরও হেলে পড়বে কিনা, সেটি পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া বলা যাবে না।

ঘটনাস্থলে গিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ঘটনার পরপরই কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনটির বাসিন্দাদের সরিয়ে দেয়। বর্তমানে ভনটি ফাঁকা আছে। আমাদের পুলিশের একটি দল সেখানে অবস্থান করছে।