মসজিদে মাস্ক নিয়ে হাজির ইউএনও

ভেতরে ইমাম সাহেবের তখন জুমার বয়ান চলছিলো। মুসল্লিদের মনোযোগ সেদিকেই। হঠাৎ মসজিদের গেটের বাইরে আনসার বাহিনীর ডাকাডাকি! কিছুটা আতংকও বটে। তবে সব ছাপিয়ে সচেতনতার বার্তা নিয়ে গেটের বাইরে হাজির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার। সঙ্গে কয়েক’শ করোনা সংক্রমণ ঝুঁকি প্রোটেকশন মাস্ক।

শুক্রবার (২৩ এপ্রিল) জুমার আজানের সঙ্গে সঙ্গে এভাবে মোংলা শহরের প্রায় সবকটি মসজিদে তিনি মাস্ক নিয়ে ছুটেছেন। মুসল্লিদের করোনা সংক্রমণ রোধে সচেতন হতে আরও সতর্ক দিয়ে তাদেরকে তিনি এ মাস্ক বিতরণ করেন।

প্রথম ধাপে পাঁচ হাজার মাস্ক বিতরণ করেন তিনি। পর্যায়ক্রমে শহরের বাইরের মসজিদগুলোতে মাস্ক বিতরণ করা হবে বলেও ইউএনও কমলেশ মজুমদার জানান।

এদিন এসময় তার সাথে ছুটে বেড়িয়েছেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশি ও পুলিশের সহকারী সিনিয়র এসপি (মোংলা-রামপাল সার্কেল) মো. আসিফ ইকবাল।

এদিকে নামাজ শেষে ইউএনও’র এমন সচেতনমূলক কাজের প্রশংসা করেন মুসল্লিরা।