X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সবাইকে মাস্ক পরতে বাধ্য করতে হবে: তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ২১:৫৯আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:৫৯

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘সব মানুষকে টিকা নেওয়ার পাশাপাশি মাস্ক পরতে বাধ্য করতে হবে। তবেই করোনা থেকে দেশবাসীকে রক্ষা করা সম্ভব হবে।’ সোমবার (২৬ জুলাই) ভোলার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বৈঠকে তোফায়েল আহমেদ করোনাকালে প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) করোনা পরিস্থিতিতে যা যা করেছেন, এর বেশি আর কারও পক্ষে করা সম্ভব ছিল না। তিনি যেমন টিকার ব্যবস্থা করে চলেছেন, তেমনি কর্মহীন মানুষদের আর্থিক ও মানবিক খাদ্য সহায়তা দিয়েছেন।’

স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, ‘২১ কোটি টিকা আনার ব্যবস্থা করা হচ্ছে। এতে দেশের সব মানুষই টিকা পাবেন। তাই সবাইকে টিকা নিতে বাধ্য করতে হবে।’

ভোলায় করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়া রোধে নিষিদ্ধ ট্রলারযোগে বহিরাগতদের প্রবেশ ঠেকানোর ব্যবস্থা নিতে এ সময় নির্দেশ দেন  তোফায়েল আহমেদ। একই সঙ্গে ভোলা হাসপাতালকে দালালমুক্ত রেখে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, করোনা ইউনিটে বহিরাগতসহ ভিজিটরদের প্রবেশ বন্ধ রাখা, করোনাকালে শিক্ষার্থীরা ঘরে থাকার কারণে যাতে বাল্য বিয়ে না হয়, এমন নানা প্রদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ওই বৈঠকে।

জেলা প্রশাসক মো. তৌফিক ইলাহী চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল সভায় অংশ নেন। তারা জনপ্রতিনিধি ও প্রশাসনের যৌথ উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবিলা করার আশ্বাস দেন।

এ সময় নদীতে সাধারণ জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে ও জলদস্যু দমনে পদক্ষেপ নেওয়ারও প্রস্তাব তোলেন দুই সংসদ সদস্য। বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন– পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা. সফিকুজ্জামান, মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল হক, কোস্টগার্ড প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।

 

/এমএএ/
সম্পর্কিত
ভোলায় তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর-আগুন
জাতীয় চার নেতার ঐতিহাসিক অবদান ও জেলহত্যা দিবসের স্মৃতিকথা
জননী সাহসিকা-বঙ্গমাতা
সর্বশেষ খবর
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই: হাফিজ উদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই: হাফিজ উদ্দিন আহমেদ
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে আমরা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে আমরা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
কান উৎসব ২০২৫৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি