প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মানুষ করোনার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে: নওফেল

১৯৭১ সালে বঙ্গবন্ধু'র ডাকে সাড়া দিয়ে পুরো জাতি যেভাবে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তেমনি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ডাকে সাড়া দিয়ে সারাদেশের মানুষ করোনার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম নগরীর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণকালে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে তিনি এই মন্তব্য করেন।

নওফেল বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের নেতাদের নির্দেশ দিয়েছেন যার যা কিছু আছে তা নিয়ে তার নিকটবর্তী অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে। সেই নির্দেশনা মেনে আজ আমাদের নেতাকর্মীরা এই ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ আয়োজন করাই তাদের ধন্যবাদ জানাই। দেশের সব সংকটে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরাই সবার আগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়। এই করোনা সংকটেও তার ব্যতিক্রম ঘটেনি।’ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুহিবুল হাসান চৌধুরী নওফেল

ওয়ার্ড যুবলীগ নেতা রাজিবুল ইসলাম চৌধুরী হীরা ও মুজিব সম্রাটের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে ৫০০ শতাধিক পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়।

ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সূফীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার মোখলেসুর রহমান, শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলম, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি প্রমুখ বক্তব্য রাখেন।