আশা ছিল ফেসবুকে ভাইরাল হবেন। সে লক্ষ্যে গাঁজা সেবনের ভিডিও নিয়মিত ফেসবুকে দিয়েছেন। এরপরই গ্রেফতার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে আব্দুল্লা নামে প্রবাসী এক যুবককে। তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৯ মে) দুপুরে উপজেলার রসুল্লাবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। দণ্ডপ্রাপ্ত আব্দুল্লা ওই এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে।
ইউএনও একরামুল ছিদ্দিক বলেন, ফেসবুকে ভাইরাল হওয়ার আশায় আব্দুল্লা গাঁজা সেবনের ফেসবুকে দিতো। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুল্লাবাদে গাঁজা সেবন করার সময় আব্দুল্লাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় আব্দুল্লাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, আব্দুল্লার সঙ্গে গাঁজা সেবনকারী বাকীদের আটকে অভিযান চলছে।