করোনায় ভারতে মৃত্যু, দাফন চাঁদপুরে

কিডনি জনিত চিকিৎসার জন্যে ভারতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চাঁদপুরের ফরিদগঞ্জের আবু জাফর ইউসুফ গাজী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ ইউনিয়নের চররামপুর এলাকার গাজী বাড়ির লুতফুর রহমানের ছেলে।

গত ৩ মে ভারতে তার মৃত্যু হয়। আর তার বাড়িতে মরদেহ আসে মঙ্গলবার দিবাগত রাত ২টার পর।

তার মৃত্যুর বিষয়ে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা জানান, জাফর আমার বাড়ির ভাতিজা হয়। জাফর কিডনি জনিত সমস্যা নিয়ে প্রায় তিন মাস পূর্বে চিকিৎসার জন্য ভারতের একটি হাসপাতালে যায়। পরে গত কিছুদিন পূর্বে যখন ভারতের করোনা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব বেড়ে গেলে জাফর ওই হাসপাতালেই আক্রান্ত হয়ে গত ৩ মে চিকিৎসারত অবস্থায় মারা যায়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, গত ১১ মে আমাদের কাছে একটি বার্তা আসে, উপজেলার দক্ষিণ ইউনিয়নের এক যুবক ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এবং তার লাশ বেনাপোলের স্থলবন্দর হয়ে এখানে আসবে। মৃত যুবকের পরিবারের সঙ্গে কথা বলে ১২ মে রাত ২টা ৩০ মিনিটে থানা পুলিশের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ৭ জন জানাজায় অংশগ্রহণ করে কফিন বক্সসহ লাশ দাফন করার ব্যবস্থা করি।

এদিকে জাফরের মরদেহ এলাকায় আসছে শুনে এলাকাবাসীর মাঝে আতঙ্ক দেখা দেয়।