ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

নামাজরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সেনাদের বর্বর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে বনরূপা জামে মসজিদের সামনে আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বনরূপা জামে মসজিদের পেশ ইমাম আলহাজ হাফেজ ক্বারী সুলতান মাহমুদ আল ক্বাদেরী, কাঠালতলী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারী সেকান্দর হোসাইন আল ক্বাদেরী, জেলা গাউসিয়া কমিটির সদস্য সচিব ও বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মুহাম্মদ আবু সৈয়দ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ইসরায়েল বারবার ফিলিস্তিনিদের ওপর হামলা করে প্রমাণ করেছে তারা সন্ত্রাসী রাষ্ট্র। এসব হামলায় আমেরিকা দেশটিকে ইন্ধন যোগাচ্ছে।

আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব এম এ মুস্তফা হেজাজী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই হামলার প্রতিবাদ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তার বক্তৃতায় ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সকল দেশকে প্রতিবাদ ও প্রতিরোধের আহ্বান জানান তিনি।