কোম্পানীগঞ্জে ফের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিবদমান আওয়ামী লীগের দুই গ্রুপ ফের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (১৫ মে) দুপুরে মির্জা কাদেরের অনুসারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ রবিবার (১৬ মে) বেলা ৩টায় বসুরহাট পৌরসভা চত্বরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে। বিপরীতে মির্জা কাদেরের প্রতিপক্ষ মিজানুর রহমান বাদলের অনুসারী সরকারি মুজিব কলেজ ও বসুরহাট পৌরসভা ছাত্রলীগ বসুরহাট বাজারের জিরো পয়েন্টের বঙ্গবন্ধু চত্বরে উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের অংশগ্রহণে পাল্টা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ঘোষণা দেয়।

ফেসবুক স্ট্যাটাসে কর্মসূচিদুটি গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে ফের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। দুই পক্ষই কর্মসূচি সফল করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা বলছেন, এসব পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে কোম্পানীগঞ্জ আবারও সহিংসতায় উত্তাল হয়ে উঠতে পারে। দুটি হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আবারও প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে।

জেলা পুলিশ সুপার মো.আলমগীর হোসেন জানান, পাশাপাশি স্থানে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে উভয়পক্ষকে কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ফেসবুক স্ট্যাটাসে কর্মসূচিউল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিবদমান দ্বন্দ্বের কারণে গত পাঁচ মাস ধরে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। দ্বন্দ্বের জেরে ইতোমধ্যে এক সাংবাদিকসহ দুই জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়াও মামলা ও পাল্টাপাল্টি মামলায় ক্ষমতাসীন দলের বেশ কিছু নেতাকর্মী কারাগারে রয়েছেন।