দেশে ফেরা হলো না রেমিটেন্স যোদ্ধা রাব্বীর

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছে। তাদের মধ্যে কেএম রুহুল রাব্বী (৪৮) নামে একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত রকিব উদ্দিনের ছেলে।

শনিবার (১৫ মে) বিকেলে বাহরাইনের জাল্লাক মহাসড়কের বাহরাইন ইউনিভার্সিটির কাছে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনি প্রাণ হারান।

নিহত রাব্বীর লাশ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তার স্বজনেরা। এ বছরের শেষ দিকে তার দেশে ফেরার কথা ছিলো।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাব্বীর মা-বাবা কয়েক বছর আগে মারা গেছেন। সাত ভাই-বোনের মধ্যে রাব্বী দ্বিতীয়। গত ২০১৭ সালে বাহরাইনে পাড়ি জমান তিনি। সেখানে একটি কোম্পানিতে সুপারভাইজার পদে চাকরি করতেন।

রাব্বীর ভাগ্নে আরাফাত হোসেন জানান, রবিবার ভোররাতে বাহরাইন থেকে মেজো মামা মাসুদ খন্দকার ফোন করে তার মাকে দুর্ঘটনার খবরটি জানায়। তার মামা ঈদের ছুটিতে তার বন্ধুদের সঙ্গে সমুদ্রপাড়ে ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনিসহ তিনজন মারা যান।

কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ-উল আলম জানান, নিহতের বাড়িতে যোগাযোগ করা হয়েছে। লাশ আনা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করবে উপজেলা প্রশাসন।