আগুনে ক্ষ‌তিগ্রস্ত প‌রিবার‌কে সহায়তা দি‌লো বান্দরবান রি‌জিয়ন কমান্ডার

আগু‌নে ক্ষ‌তিগ্রস্ত প‌রিবা‌রের মা‌ঝে নগদ অর্থসহ খাদ্য সহায়তা দি‌য়ে‌ছে বান্দরবান রি‌জিয়ন কমান্ডার মো. জিয়াউল হক। মঙ্গলবার (১৮ মে) বিকেল ৩টায় চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার ও ২৪ পদা‌তিক ডি‌ভিশ‌নের জিওসির’র নি‌র্দেশনায় রোয়াংছ‌ড়ির তালুকদারপাড়ার আগু‌নে ক্ষ‌তিগ্রস্ত ৭০ প‌রিবারের মা‌ঝে এ সহায়তা দেওয়া হয়।

এর আগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা প‌রিদর্শন ক‌রেন রি‌জিয়ন কমান্ডার মো. জিয়াউল হক। এ সময় বান্দরবান জোন কমান্ডার, বেতছড়া ক্যা‌ম্পের কমান্ডারসহ সেনা কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

‌সেনাবা‌হিনী জানায়, আগু‌নে ক্ষ‌তিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে ৩ লাখ ৫০ হাজার টাকা ছাড়াও প্র‌তি প‌রিবা‌রের মা‌ঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ এবং লবণ প্রদান করা হয়। এছাড়াও ৭০টি পরিবারের মাঝে ৩শ’ ত্রিশ প্যাকেট ক‌রে সকাল ও দুপু‌রের রান্না করা খাবার সরবরাহ করা হয়।

‌রি‌জিয়ন কমান্ডার মো. জিয়াউল হক জানান, বাংলাদেশ সেনাবাহিনী যে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যেকোনও আপৎকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে এটি তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। ভ‌বিষ্য‌তেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে জীবনমান উন্নয়ন এবং তাদের যেকোনও প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।

প্রসঙ্গত, রোয়াংছড়ি উপজেলার তালুকদারপাড়ার বাসিন্দা থোয়াইহ্লা প্রু মারমার বাড়ির চুলার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং এতে ৭০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। বর্তমা‌নে ৭০টি পরিবার তাদের শেষ আশ্রয়স্থল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।