কোম্পানীগঞ্জে ফের সংঘর্ষ, কাদের মির্জার ৬ অনুসারী গুলিবিদ্ধ

আবারও নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ছয় অনুসারী গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাদের মির্জা ও বাদলের অনুসারীদের মধ্যে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হড়ান্নাগো বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শামছুল হকের ছেলে সবুজ (৪০), নূর আহম্মদের ছেলে জিসান (২৩), মো. সানি (২৭), চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এনামুল হকের ছেলে দেলোয়ার হোসেন সুমন (২৭), একই ইউনিয়নের নতুন বাজার এলাকার মোশাররফ হোসেনের ছেলে দিদার (৩৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা থেকে কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও বসুরহাট পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে কাদের মির্জার অনুসারীরা মিছিল করেন। সন্ধ্যা ৭টার দিকে ৯ নম্বর ওয়ার্ডে মিছিল করতে গেলে বাদল গ্রুপ ও মির্জা গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এ সময় কাদের মির্জার ছয় অনুসারী গুলিবিদ্ধ হন। তবে প্রতিপক্ষ বাদল অনুসারীদের আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, গুলিবিদ্ধ ছয়জন কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত। এদের মধ্যে পাঁচজন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। গুরুতর আহত একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।