ইয়াসে ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী পৌঁছে দিলো নৌবাহিনী

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (৩১ মে) উপজেলার ৪ নম্বর সন্তোসপুর, ৫ নম্বর দীঘাপাড়া, ১৯ নম্বর আমান উল্লাহ ইউনিয়ন পরিষদের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৭০ পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি, চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানি, মোমবাতি ও ম্যাচবক্স বিতরণ করেন নৌবাহিনীর সদস্যরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞাপ্তিতে বলা হয়, দেশের উপকূলীয় এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর মোতায়নকৃত সকল কন্টিনজেন্ট ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্য সহায়তা কার্যক্রম চলমান রেখেছে। পাশাপাশি জনস্বার্থে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় সন্দ্বীপে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৭০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে নৌবাহিনী।

এছাড়া ভোলা জেলার মনপুরা উপজেলার চর নিজাম উদ্দিনের ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যেও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।