যাচাইয়ে আ.লীগের হাসেম খানসহ দুই প্রার্থীর মনোনয়ন বৈধ

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই শেষে দুই প্রার্থীর কাগজপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসান। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান এবং জাতীয় পার্টির দলীয় মনোনীত প্রার্থী (লাঙ্গল প্রতীক) মো. জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (১৭) কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই দুই প্রার্থীর জমা কাগজপত্র যাচাই শেষে বৈধ ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শাহাদাত হোসাইন।

এদিকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাসেম খানসহ সংসদ সদস্য হতে ৮ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এদের মধ্যে রয়েছেন প্রয়াত আবদুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরুও। বৃহস্পতিবার যাচাই-বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়। তারাই কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচনে সংসদ সদস্য হতে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।