ইউটার্নের সময় বাসের ধাক্কায় প্রাইভেটকার চালকসহ নিহত ৩

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ইউটার্ন নিতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকারচালকসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। বৃস্পতিবার দিবাগত রাত (১৮ জুন) আড়াইটার দিকে সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার খিলগাঁও রামপুরা এলাকার আবদুল মজিদের ছেলে প্রাইভেটকারচালক বেলাল হোসেন (৩৫), একই এলাকার মোবারক হোসেনের ছেলে মোহাম্মদ মিরাজ (১৮) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার আলী হোসেনের ছেলে মোহাম্মদ দুলাল (৫২)।

দুর্ঘটনার শিকার প্রাইভেটকারময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান জানান, মহাসড়কের জোড়কানন এলাকায় চট্টগ্রাম লেন থেকে ঢাকা লেনে ইউটার্ন করছিল প্রাইভেটকারটি। এ সময় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ভেতরে থাকা ব্যক্তিদের মধ্যে ঘটনাস্থলেই মিরাজ ও দুলাল মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাইভেটকারচালক বেলালকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এসআই আবদুর রহমান আরও জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও আহতদের উদ্ধার করে। শ্যামলী পরিবহনের বাসটিও জব্দ করা হয়। দুর্ঘটনায় সড়কে যানজট সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।