উখিয়ায় ‘বন্দুকযুদ্ধ’, ডজন মামলার আসামি নিহত

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে পালংখালীর নলবনিয়া গ্রামের একটি চিংড়ি ঘেরে মাদক পাচারকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এমনটি ঘটেছে বলে দাবি করেছে বিজিবি। এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধারের তথ্য জানিয়েছে বিজিবি।

নিহত লুৎফুর রহমান লুতু (৩৯), নলবনিয়ার জালাল আহমদের ছেলে। বিজিবি জানায়, লুতুর বিরুদ্ধে মাদক পাচার, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে এক ডজনেরও বেশি মামলা রয়েছে।

কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, মাদক পাচারের সময় বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পাচারকারীরা। এসময় তারা গুলিবর্ষণ করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামার পর ঘটনাস্থলে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, নিহত লুতু ইয়াবা পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে এলাকায় লোকমুখে প্রচার ছিল।