বান্দরবানে ২৯টি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

বান্দরবানের বলিপাড়ার গ্যালেঙ্গা ইউনিয়ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৯টি মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (১৯ জুলাই) দিনগত রাতে বান্দরবান সেনা রিজিয়নের বলিপাড়া বিজিবি জোন এসব বিস্ফোরক উদ্ধার করে।

বান্দরবান সেনা রিজিয়ন সূত্র জানায়, সোমবার (১৯ জুলাই) রাত ১২টার দিকে বান্দরবান সেনা রিজিয়নের অধীন বলিপাড়া বিজিবি জোনের গ্যালেঙ্গা ইউনিয়ন এলাকায় জোন কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

টহল দলটি ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ২৯টি উচ্চ ক্ষমতার বিস্ফোরক মর্টার বোমার সন্ধান পায়। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় ইতোপূর্বে সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি ছিল। কিন্তু নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারণে তারা বিস্ফোরকগুলো মাটিতে পুঁতে রেখে পালিয়ে যায়।