চট্টগ্রামে আরও ১২ মৃত্যু, নতুন শনাক্ত ৮৪৮

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুলাই) চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। একই সময়ে চট্টগ্রামে নতুন করে আরও ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলে তিনি জানান। 

সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ৮৯৭ জন। 

অন্যদিকে ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৭৬ হাজার ৩২৬ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে ৫৭ হাজার ৫৮৯ জন চট্টগ্রাম নগরীর। বাকি ১৮ হাজার ৭৩৭ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত  ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে দুই হাজার ২৮২টি নমুনা পরীক্ষায় ৮০১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১১৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে ৫৩জন, চমেক ল্যাবে ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এদিন এক হাজার ৪৪টি অ্যান্টিজেন পরীক্ষায় ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ২৪৬ টি নমুনা পরীক্ষায় ৬৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩২২টি নমুনা পরীক্ষায় ৮৫জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১২০টি নমুনা পরীক্ষা করে ৭৩ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৬৫টি নমুনা পরীক্ষায় ৩৪জন এবং ইপিক হেলথ কেয়ারে ৪৬টি নমুনা পরীক্ষায় ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া আরটিআরএল ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়।