পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান

ভারি বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। তাই কক্সবাজার শহরের পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াসহ সচেতনতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, মঙ্গলবার (২৭ জুলাই) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার শহরের ঘোনারপাড়া, বাদশাঘোনা, রাডার স্টেশন ও সার্কিট হাউজের পাহাড়ের নিচের এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমানের নেতৃত্বে সচেতনতা অভিযান পরিচালিত হয়। এ সময় কক্সবাজার পৌরসভার প্যানেল ২ মেয়র হেলাল উদ্দিন কবির, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইনচার্জ মো. শাহাদৎ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে, কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার সারাদিন ভারী বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কক্সবাজার ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে।