শহীদদের কবর আগলে রাখা মুক্তিযোদ্ধা করিম চাচা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথরে মুক্তিযুদ্ধে শহীদদের গণকবর রক্ষণাবেক্ষণকারী ‘করিম চাচা’ হিসেবে পরিচিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম (৭৬) মারা গেছেন। 

মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিন ছেলে ও আট মেয়েসহ অসংখ্য আত্মীয় গুণগ্রাহী রেখে গেছেন তিনি। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মেজো ছেলে মাহবুব করিম বলেন, গত ১৮ জুলাই অসুস্থ হয়ে পড়লে তাকে ডিএনসিসির একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৩ জুলাই করোনার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। এর দুই দিন মারা যান।

তিনি আরও জানান, তার দাদা (আব্দুল করিমের বাবা) আব্দুল মান্নান কোল্লা পাথরের কবরের জায়গাটি দিয়েছিলেন। ৫০ জনের কবরটি আব্দুল করিম দীর্ঘ ৫০ বছর ধরে রক্ষণাবেক্ষণ করেছেন। আজ বাদ জোহর জানাজা শেষে কোল্লাপাথর নিজ বাড়ির পাশে তাকে দাফন করা হয়েছে।

বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন ভূইয়া জানান, ‘আব্দুল করিম ভালো মানুষ ছিলেন। কোল্লাপাথরের গণকবরটি তিনিই রক্ষণাবেক্ষণ করতেন। তার মৃত্যুতে আমরা একজন সত্যিকারের দেশ প্রেমিক হারালাম। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।’